কক্সবাজার জেলার সীমান্ত শহর টেকনাফ উপজেলার হ্নীলার ওয়াব্রাংয়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ মিন্টু চলতি মাসের ২৩ জুন অফিসিয়াল প্যাডে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।
২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়াজ উদ্দিন। নতুন নেতৃত্বের এই দায়িত্ব গ্রহণ ক্লাবের ভবিষ্যৎ কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার করবে এমনটাই প্রত্যাশা ওয়াব্রাং ও আশপাশের ক্রীড়াপ্রেমী তরুণদের।
গৌরবময় শুরুর গল্প:-
যেখানে নদী ছুঁয়েছে স্বপ্ন, সেখানেই জন্ম নিয়েছিল এক ক্রীড়াচর্চার বিপ্লব, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০১৩ সালে কক্সবাজারের দক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফের নাফ নদীর তীর ঘেঁষে ওয়াব্রাং এর মোহাম্মদ ইলিয়াস মিন্টু ও আশপাশের তরুণরা গড়ে তোলেন ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটি হয়ে ওঠে তরুণদের প্রেরণার কেন্দ্র, সাফল্যের প্ল্যাটফর্ম এবং একটি সুপরিচিত নাম।
জেলা ও জাতীয় পর্যায়ে উজ্জ্বল অবদান:-
ফুটবল বিভাগে ক্লাবের খেলোয়াড়রা কক্সবাজার জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখযোগ্য নাম:
মুহাম্মদ ইলিয়াছ মিন্টু, জাইনুল ইসলাম ড্যানি, শাহ নেওয়াজ, আয়ুব খান,কামাল হোসেন, আজিজুর রহমান, ইসমাইল হাজি, হেলাল উদ্দিন, আব্দুল আমিন (কক্সবাজার অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দল)।
ক্রিকেট বিভাগেও রয়েছে প্রশংসনীয় পদচারণা:
মোঃ ইয়াছিন — চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেটার শাহেদুল ইসলাম কক্সবাজার জেলা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটার
ধারাবাহিক টুর্নামেন্ট সাফল্য:–
মাত্র দুই বছরের মাথায় ক্লাবটি আলোচনায় আসে—
২০১৫ কানজর পাড়া গোল্ডকাপ চ্যাম্পিয়ান
২০১৭ খারাংখালী গোল্ডকাপ — রানার্সআপ
উপজেলা প্রশাসন আয়োজিত প্রথম বিভাগ গোল্ডকাপ রানার্সআপ ২০১৮
পশ্চিম সিকদার পাড়া গোল্ডকাপ — চ্যাম্পিয়ন
খারাংখালী গোল্ডকাপ
রানার্সআপ টেকনাফ সিলভার কাপ
পরবর্তী বছরগুলোতে
টেকনাফ ক্লাব সমিতির বিচ ফুটবল — রানার্সআপ
২০২৪ ব্রাদার্স ইউনিট আয়োজিত টুর্নামেন্ট — রানার্সআপ
২০২৫মৌলভীবাজার গোল্ডকাপ (৩য় আসর) — চ্যাম্পিয়ন
দ্বিতীয় আসরে ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইলিয়াছ মিন্টু ওয়াব্রাং টিমের হয়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন।
শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি
ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলায় নয়— শিক্ষাক্ষেত্র ও পেশাগত সফলতাতেও রেখেছে দৃষ্টান্তমূলক ভূমিকা:
মোঃ রফিক — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক ডিফেন্ডার
দেলোয়ার হোসাইন — ঢাকা ডেন্টাল কলেজ, মিডফিল্ডার
নুরুল আমিন — বাংলাদেশ পুলিশ সদস্য, চট্টগ্রাম পুলিশ ফুটবল টিম
আবুল ফয়েজ — বাংলাদেশ পুলিশ সদস্য ও ক্রিকেটার
শওকত আলী — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রিয়াজ উদ্দিন — ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনবারের জাতীয় জুডো চ্যাম্পিয়ন বর্তমান সাধারণ সম্পাদক।
আব্দুল হাকিম বুলবুল — চট্টগ্রাম মেডিকেল কলেজ
জাহেদুল ইসলাম — কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্রিকেটার ইমরান খান — ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্রিকেটার ও নবীউল হাসান
ডেন্টিস , হ্নীলা ডেন্টাল কেয়ার।
এক দশকে অনুকরণীয় একটি প্রতিষ্ঠান
গ্রামের মাটিতে গড়ে ওঠা ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব আজ এক অনুকরণীয় প্রতিষ্ঠান— যেখানে ক্রীড়া, শিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে আগামীর তারকাদের।
ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব আজ শুধু মাঠে নয়— চরিত্র গঠনে, নেতৃত্ব বিকাশে এবং দেশের জন্য প্রতিনিধিত্ব গড়তে এক নির্ভরযোগ্য নাম।
আপনার মতামত লিখুন