খুঁজুন
                               
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন, ১৪৩২
           

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

জোটটিতে ঐক্যবদ্ধ সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিয়েশন, এলায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, একতার বাংলাদেশ, রক্তিম জুলাই, স্টুডেন্ট রাইট ওয়াচ ইত্যাদি। এরকম মোট ৩৫টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এ জোটে সংহতি প্রকাশ করে জোটবদ্ধ হয়েছে বলে জানান জোটটির নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিগত সাড়ে ১৫ বছরের সফল পীড়ন, দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব এক জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে। এই গণঅভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারের বেশী মানুষকে। সেই সঙ্গে আহত ও পঙ্গু হন প্রায় ৩১,০০০ মানুষ।’
মোসাদ্দেক বলেন, ‘জুলাই বিপ্লবের ৮ মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো অনিশ্চিত। সব থেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। যা একদিকে শহীদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের চূড়ান্ত অপমান। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পূনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করার শামিল। সেই সঙ্গে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরক বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই, আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে ‘জুলাই ঐক্য’ নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি।’
‘জুলাই ঐক্য’ জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও ’২৪ এর গণহত্যা, শাপলা ট্রাজেডি, পিলখানা ট্রাজেডি, গুম, খুন, দূর্নীতিসহ বিগত সাড়ে ১৫ বছরে যে সব অপকর্ম সংঘঠিত হয়েছে তার সঙ্গে জড়িত সবার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা। এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সব শক্তিকে নিয়ে একতাবদ্ধভাবে কাজ করবে জোটটি।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিনিধি রাফে সালমান রিফাত বলেন, জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে মাঝে মাঝে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেশের ফ্যাসিবিরোধী সব সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করব।
সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি হিসেবে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল ৭ মে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স কক্সবাজার কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স কক্সবাজার কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স কক্সবাজার জেলার নবগঠিত কমিটির আয়োজনে পরিচিতি সভা ও জুলাই যুদ্ধে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮শে জুন) কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন বিএডিসি ভবনের হল কক্ষে নবকমিটির সদস্য ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবগঠিত এই কমিটির সংগঠক মিনার হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির অন্যতম সংগঠক- শহিদ আহাসান হাবীবের চাচা মোঃ মাসুদ, খালিদ বিন সাঈদ, ইলিয়াছ মিয়া, আব্দুল হালিম,আতাহার সাকিব, ইসলাম মাহমুদ, শামশুল আলম শ্রাবণ, শাহেদ মোঃ লাদেন, আরিয়ান ফারাবি, সাঈদ স্বাধীন, আহাসানুল জুবাইর, ওয়াহিদ আমির, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম ও যায়েদ বিন আমান।

বক্তারা বলেন জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ এবং চেতনাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স সারা বাংলাদেশে কাজ করবে। জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে যেমন সকল দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে জালিম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আগামীতে ও ঠিক তেমনি সকল ভেদাভেদ ভুলে সকলে একযোগে দেশের সমস্ত সংকটে এগিয়ে এসে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার অঙ্গীকার করেন। দ্রুত “জুলাই সনদ” ঘোষনার দাবী করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দেশের সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে সম্মুখে থেকে তা নির্মুলে সরকারকে সহায়তার ঘেষনা দেওয়া হয়। জেলার প্রকৃত হকারদের কাছে সৈকতের কিটকট ও ফিশ ফ্রাই কার্ড গুলো হস্তান্তরের দাবী করেন জেলা প্রশাসকের কাছে। শীঘ্রই জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একটি যুগপৎ কর্মসূচি ঘোষনা করা হবে বক্তারা জানান।

সভার শেষে কক্সবাজার জেলার শহীদ আহসান হাবীবের চাচা মোহাম্মদ মাসুদ আজকের আয়োজিত পরিচিতি সভা ও জুলাই যুদ্ধের শহীদ ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করে সমাপ্ত ঘোষণা করেন।


উল্লেখ্য জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ এবং চেতনাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স সারা বাংলাদেশে কাজ করছে।

নাফ নদীর পাড় থেকে স্বপ্নযাত্রা: ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের এক দশকের সাফল্যগাঁথা ইতিহাস

রিয়াজ উদ্দিন
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ
নাফ নদীর পাড় থেকে স্বপ্নযাত্রা: ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের এক দশকের সাফল্যগাঁথা ইতিহাস

কক্সবাজার জেলার সীমান্ত শহর টেকনাফ উপজেলার হ্নীলার ওয়াব্রাংয়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ মিন্টু চলতি মাসের ২৩ জুন অফিসিয়াল প্যাডে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।

২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়াজ উদ্দিন। নতুন নেতৃত্বের এই দায়িত্ব গ্রহণ ক্লাবের ভবিষ্যৎ কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার করবে এমনটাই প্রত্যাশা ওয়াব্রাং ও আশপাশের ক্রীড়াপ্রেমী তরুণদের।

গৌরবময় শুরুর গল্প:-
যেখানে নদী ছুঁয়েছে স্বপ্ন, সেখানেই জন্ম নিয়েছিল এক ক্রীড়াচর্চার বিপ্লব, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০১৩ সালে কক্সবাজারের দক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফের নাফ নদীর তীর ঘেঁষে ওয়াব্রাং এর মোহাম্মদ ইলিয়াস মিন্টু ও আশপাশের তরুণরা গড়ে তোলেন ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটি হয়ে ওঠে তরুণদের প্রেরণার কেন্দ্র, সাফল্যের প্ল্যাটফর্ম এবং একটি সুপরিচিত নাম।

জেলা ও জাতীয় পর্যায়ে উজ্জ্বল অবদান:-
ফুটবল বিভাগে ক্লাবের খেলোয়াড়রা কক্সবাজার জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখযোগ্য নাম:
মুহাম্মদ ইলিয়াছ মিন্টু, জাইনুল ইসলাম ড্যানি, শাহ নেওয়াজ, আয়ুব খান,কামাল হোসেন, আজিজুর রহমান, ইসমাইল হাজি, হেলাল উদ্দিন, আব্দুল আমিন (কক্সবাজার অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দল)।

ক্রিকেট বিভাগেও রয়েছে প্রশংসনীয় পদচারণা:
মোঃ ইয়াছিন — চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেটার শাহেদুল ইসলাম কক্সবাজার জেলা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটার

ধারাবাহিক টুর্নামেন্ট সাফল্য:–
মাত্র দুই বছরের মাথায় ক্লাবটি আলোচনায় আসে—
২০১৫ কানজর পাড়া গোল্ডকাপ চ্যাম্পিয়ান
২০১৭ খারাংখালী গোল্ডকাপ — রানার্সআপ

উপজেলা প্রশাসন আয়োজিত প্রথম বিভাগ গোল্ডকাপ রানার্সআপ ২০১৮
পশ্চিম সিকদার পাড়া গোল্ডকাপ — চ্যাম্পিয়ন
খারাংখালী গোল্ডকাপ

রানার্সআপ টেকনাফ সিলভার কাপ
পরবর্তী বছরগুলোতে
টেকনাফ ক্লাব সমিতির বিচ ফুটবল — রানার্সআপ

২০২৪ ব্রাদার্স ইউনিট আয়োজিত টুর্নামেন্ট — রানার্সআপ
২০২৫মৌলভীবাজার গোল্ডকাপ (৩য় আসর) — চ্যাম্পিয়ন
দ্বিতীয় আসরে ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইলিয়াছ মিন্টু ওয়াব্রাং টিমের হয়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন।

শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি
ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলায় নয়— শিক্ষাক্ষেত্র ও পেশাগত সফলতাতেও রেখেছে দৃষ্টান্তমূলক ভূমিকা:

মোঃ রফিক — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক ডিফেন্ডার
দেলোয়ার হোসাইন — ঢাকা ডেন্টাল কলেজ, মিডফিল্ডার
নুরুল আমিন — বাংলাদেশ পুলিশ সদস্য, চট্টগ্রাম পুলিশ ফুটবল টিম
আবুল ফয়েজ — বাংলাদেশ পুলিশ সদস্য ও ক্রিকেটার
শওকত আলী — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রিয়াজ উদ্দিন — ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনবারের জাতীয় জুডো চ্যাম্পিয়ন বর্তমান সাধারণ সম্পাদক।
আব্দুল হাকিম বুলবুল — চট্টগ্রাম মেডিকেল কলেজ
জাহেদুল ইসলাম — কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্রিকেটার ইমরান খান — ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্রিকেটার ও নবীউল হাসান
ডেন্টিস , হ্নীলা ডেন্টাল কেয়ার।

এক দশকে অনুকরণীয় একটি প্রতিষ্ঠান
গ্রামের মাটিতে গড়ে ওঠা ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব আজ এক অনুকরণীয় প্রতিষ্ঠান— যেখানে ক্রীড়া, শিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে আগামীর তারকাদের।

ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব আজ শুধু মাঠে নয়— চরিত্র গঠনে, নেতৃত্ব বিকাশে এবং দেশের জন্য প্রতিনিধিত্ব গড়তে এক নির্ভরযোগ্য নাম।

ভারতের হামলার জবাবে দুই বিমান ভূপাতিত করল পাকিস্তান: রাষ্ট্রীয় গণমাধ্যম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ণ
ভারতের হামলার জবাবে দুই বিমান ভূপাতিত করল পাকিস্তান: রাষ্ট্রীয় গণমাধ্যম

পাকিস্তানের পাঁচ জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার দিবাগত রাতে হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী ভারতের দুই বিমান ভূপাতিত করেছে। খবর দ্য ডনের