খুঁজুন
                               
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন, ১৪৩২
           

বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রবাসীদের আয় রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে। ফ‌লে দীর্ঘদিন পর ফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ১৯ বি‌লিয়ন মা‌র্কিন ডলার পৌঁছে‌ছে। তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ) এখনো ১৫ বিলিয়ন ডলারের নি‌চে অবস্থান কর‌ছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। গত আওয়ামীলীগ সরকা‌রের লাগামহীন অর্থ পাচার ও নানা অ‌নিয়‌মের কার‌ণে রিজার্ভক‌রে তলা‌নি‌তে না‌মে।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি ডি‌সেম্ব‌রের মাসের ১১ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ ২ হাজার ৪৭৫ কোটি মার্কিন ডলার বা ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন এক হাজার ৯২০ কোটি ডলার (১৯ দশ‌মিক ২০ বিলিয়ন)। চলতি মা‌সের শুরুর দি‌কে অর্থাৎ ৪ ডি‌সেম্ব‌র গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৪৯ ‍বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৮ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ছিল।

গ্রস রিজার্ভ ও বিপিএম-৬ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেয়, প্রকাশ করে না। চলতি বছরের ১১ ডিসেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য রিজার্ভ আছে এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের মতো ছিল (১৫ বিলিয়ন ডলার )। প্রতি মাসে সাড়ে ৫ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো কষ্টকর হ‌য়ে যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হল বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স কক্সবাজার কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স কক্সবাজার কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স কক্সবাজার জেলার নবগঠিত কমিটির আয়োজনে পরিচিতি সভা ও জুলাই যুদ্ধে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮শে জুন) কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন বিএডিসি ভবনের হল কক্ষে নবকমিটির সদস্য ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবগঠিত এই কমিটির সংগঠক মিনার হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির অন্যতম সংগঠক- শহিদ আহাসান হাবীবের চাচা মোঃ মাসুদ, খালিদ বিন সাঈদ, ইলিয়াছ মিয়া, আব্দুল হালিম,আতাহার সাকিব, ইসলাম মাহমুদ, শামশুল আলম শ্রাবণ, শাহেদ মোঃ লাদেন, আরিয়ান ফারাবি, সাঈদ স্বাধীন, আহাসানুল জুবাইর, ওয়াহিদ আমির, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম ও যায়েদ বিন আমান।

বক্তারা বলেন জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ এবং চেতনাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স সারা বাংলাদেশে কাজ করবে। জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে যেমন সকল দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে জালিম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আগামীতে ও ঠিক তেমনি সকল ভেদাভেদ ভুলে সকলে একযোগে দেশের সমস্ত সংকটে এগিয়ে এসে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার অঙ্গীকার করেন। দ্রুত “জুলাই সনদ” ঘোষনার দাবী করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দেশের সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে সম্মুখে থেকে তা নির্মুলে সরকারকে সহায়তার ঘেষনা দেওয়া হয়। জেলার প্রকৃত হকারদের কাছে সৈকতের কিটকট ও ফিশ ফ্রাই কার্ড গুলো হস্তান্তরের দাবী করেন জেলা প্রশাসকের কাছে। শীঘ্রই জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একটি যুগপৎ কর্মসূচি ঘোষনা করা হবে বক্তারা জানান।

সভার শেষে কক্সবাজার জেলার শহীদ আহসান হাবীবের চাচা মোহাম্মদ মাসুদ আজকের আয়োজিত পরিচিতি সভা ও জুলাই যুদ্ধের শহীদ ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করে সমাপ্ত ঘোষণা করেন।


উল্লেখ্য জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ এবং চেতনাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স সারা বাংলাদেশে কাজ করছে।

নাফ নদীর পাড় থেকে স্বপ্নযাত্রা: ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের এক দশকের সাফল্যগাঁথা ইতিহাস

রিয়াজ উদ্দিন
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ
নাফ নদীর পাড় থেকে স্বপ্নযাত্রা: ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের এক দশকের সাফল্যগাঁথা ইতিহাস

কক্সবাজার জেলার সীমান্ত শহর টেকনাফ উপজেলার হ্নীলার ওয়াব্রাংয়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ মিন্টু চলতি মাসের ২৩ জুন অফিসিয়াল প্যাডে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।

২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়াজ উদ্দিন। নতুন নেতৃত্বের এই দায়িত্ব গ্রহণ ক্লাবের ভবিষ্যৎ কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার করবে এমনটাই প্রত্যাশা ওয়াব্রাং ও আশপাশের ক্রীড়াপ্রেমী তরুণদের।

গৌরবময় শুরুর গল্প:-
যেখানে নদী ছুঁয়েছে স্বপ্ন, সেখানেই জন্ম নিয়েছিল এক ক্রীড়াচর্চার বিপ্লব, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০১৩ সালে কক্সবাজারের দক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফের নাফ নদীর তীর ঘেঁষে ওয়াব্রাং এর মোহাম্মদ ইলিয়াস মিন্টু ও আশপাশের তরুণরা গড়ে তোলেন ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটি হয়ে ওঠে তরুণদের প্রেরণার কেন্দ্র, সাফল্যের প্ল্যাটফর্ম এবং একটি সুপরিচিত নাম।

জেলা ও জাতীয় পর্যায়ে উজ্জ্বল অবদান:-
ফুটবল বিভাগে ক্লাবের খেলোয়াড়রা কক্সবাজার জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখযোগ্য নাম:
মুহাম্মদ ইলিয়াছ মিন্টু, জাইনুল ইসলাম ড্যানি, শাহ নেওয়াজ, আয়ুব খান,কামাল হোসেন, আজিজুর রহমান, ইসমাইল হাজি, হেলাল উদ্দিন, আব্দুল আমিন (কক্সবাজার অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দল)।

ক্রিকেট বিভাগেও রয়েছে প্রশংসনীয় পদচারণা:
মোঃ ইয়াছিন — চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেটার শাহেদুল ইসলাম কক্সবাজার জেলা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটার

ধারাবাহিক টুর্নামেন্ট সাফল্য:–
মাত্র দুই বছরের মাথায় ক্লাবটি আলোচনায় আসে—
২০১৫ কানজর পাড়া গোল্ডকাপ চ্যাম্পিয়ান
২০১৭ খারাংখালী গোল্ডকাপ — রানার্সআপ

উপজেলা প্রশাসন আয়োজিত প্রথম বিভাগ গোল্ডকাপ রানার্সআপ ২০১৮
পশ্চিম সিকদার পাড়া গোল্ডকাপ — চ্যাম্পিয়ন
খারাংখালী গোল্ডকাপ

রানার্সআপ টেকনাফ সিলভার কাপ
পরবর্তী বছরগুলোতে
টেকনাফ ক্লাব সমিতির বিচ ফুটবল — রানার্সআপ

২০২৪ ব্রাদার্স ইউনিট আয়োজিত টুর্নামেন্ট — রানার্সআপ
২০২৫মৌলভীবাজার গোল্ডকাপ (৩য় আসর) — চ্যাম্পিয়ন
দ্বিতীয় আসরে ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইলিয়াছ মিন্টু ওয়াব্রাং টিমের হয়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন।

শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি
ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলায় নয়— শিক্ষাক্ষেত্র ও পেশাগত সফলতাতেও রেখেছে দৃষ্টান্তমূলক ভূমিকা:

মোঃ রফিক — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক ডিফেন্ডার
দেলোয়ার হোসাইন — ঢাকা ডেন্টাল কলেজ, মিডফিল্ডার
নুরুল আমিন — বাংলাদেশ পুলিশ সদস্য, চট্টগ্রাম পুলিশ ফুটবল টিম
আবুল ফয়েজ — বাংলাদেশ পুলিশ সদস্য ও ক্রিকেটার
শওকত আলী — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রিয়াজ উদ্দিন — ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনবারের জাতীয় জুডো চ্যাম্পিয়ন বর্তমান সাধারণ সম্পাদক।
আব্দুল হাকিম বুলবুল — চট্টগ্রাম মেডিকেল কলেজ
জাহেদুল ইসলাম — কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্রিকেটার ইমরান খান — ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্রিকেটার ও নবীউল হাসান
ডেন্টিস , হ্নীলা ডেন্টাল কেয়ার।

এক দশকে অনুকরণীয় একটি প্রতিষ্ঠান
গ্রামের মাটিতে গড়ে ওঠা ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব আজ এক অনুকরণীয় প্রতিষ্ঠান— যেখানে ক্রীড়া, শিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে আগামীর তারকাদের।

ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাব আজ শুধু মাঠে নয়— চরিত্র গঠনে, নেতৃত্ব বিকাশে এবং দেশের জন্য প্রতিনিধিত্ব গড়তে এক নির্ভরযোগ্য নাম।

ভারতের হামলার জবাবে দুই বিমান ভূপাতিত করল পাকিস্তান: রাষ্ট্রীয় গণমাধ্যম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ণ
ভারতের হামলার জবাবে দুই বিমান ভূপাতিত করল পাকিস্তান: রাষ্ট্রীয় গণমাধ্যম

পাকিস্তানের পাঁচ জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার দিবাগত রাতে হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী ভারতের দুই বিমান ভূপাতিত করেছে। খবর দ্য ডনের